প্রিয় মা


প্রিয় মা

 



 

প্রিয় মা,

কেমন আছো তুমি?ভালো আছো তো?

তুমি সবসময় হাসি-খুশি থাকবে কিন্তু। সবসময় ভালো থাকবে,ঠিক আছে?

আর আমার আর বাবার কথা তুমি চিন্তা করো না,আমরা ঠিকই আছি।

কিন্তু মা,আমার তোমাকে ছাড়া খুব একা একা লাগে। কিছু ভালো লাগে না।খুব কাঁদতে ইচ্ছে করে তোমার জন্য।তোমার কথা খুব মনে পড়ে।  তোমার কথা মনে পড়লে,আমার বুকের ভেতরটা জানি কেমন করে উঠে।

মা,আগে আমি যদি না খেতে চাইতাম,তুমি আমাকে তোলে খাইয়ে দিতে।মা,আমার খেতে  মন চায় না,মন চায় তোমার হাতে খেতে—কিন্তু তুমি তো নেই, কে খাইয়ে দিবে আমাকে?

মা,আমার পড়তেও মন চায় না,আগে তো তুমি আমাকে পড়াতে, এখন তোমার মতো সুন্দর করে কেউ আমাকে পড়াতেই পারে না।

মা, রাতে আমার ঘুম আসে না। তুমি তো আমাকে, তোমার কোলে আমার মাথা রেখে গান শুনিয়ে ঘুম পাড়িয়ে দিতে।এখন আমাকে কে ঘুম পাড়িয়ে দিবে?

মা,আমার তোমাকে ছাড়া সত্যিই ভালো লাগে না। তুমি কেন একা চলে গেলে?আমাকে নিয়ে গেলে না কেন তোমার সাথে?

মা,আমি তো তোমার সোনা ছেলে।তুমি তোমার সোনা ছেলেকে কেন ফেলে চলে গেলে?

মা,আমি তো সবসময় তোমার কথা শুনতাম,কিন্তু আমি কি কোনো ভুল করেছিলাম যে,তুমি আমাকে ছেড়ে চলে গেলে?

মা,তুমি আমায় বলেছিলে,তুমি সবসময় আমার সাথে থাকবে।আমি জানি না,এখনও তুমি আমার সাথে আছো কি না।তাও আমি এই চিঠিটা তোমাকে লিখলাম।তুমি যদি এই চিঠিটা পড়ে থাকো,তাহলে যখন তুমি অবসর থাকবে আমাকে এর উত্তর দিও মা।


 

তুমি আমার বেস্ট মা।পৃথিবীর সবচেয়ে ভালো মা।আমি সবসময় তোমার ছেলেই হবো।

আর মা,বাবাও কিন্তু তোমাকে খুব মিস করে। তুমি কিন্তু বাবাকেও একটা চিঠি লিখো।


 

মা,তুমি ভগবানকে জিজ্ঞেস করো তো,কেন ভগবান তোমাকে ওই রোগটা দিয়ে আমাদের কাছ থেকে দূরে নিয়ে চলে গেল?আমরা কি কোনো দোষ করেছিলাম?

এর উত্তরটাও যদি তুমি আমাকে চিঠি লিখো, তাহলে চিঠিতে লিখে দিও।

আমার প্রণাম নিও।

আর মা একটা কথা আমি তোমাকে কখনো বলতে পারি নি।সে কথাটা হলো—আই লাভ ইউ মা।

ভালো থেকো মা।বাই...বাই..


 

ইতি

তোমার সোনা ছেলে



 

চিঠিটা আমি মাকে লিখলাম। মার কথা আমার খুব মনে পড়ে। খুব  কাঁদতে ইচ্ছে করে। 

সবই তো ঠিক ছিল।মা,বাবা আর আমি সবাই কত খুশি ছিলাম। হঠাৎ করে মার একটা রোগ ধরা পড়লো—আর কিছু দিনের মধ্যেই মা আমাকে আর বাবাকে ছেড়ে চলে গেল।

আমার সবসময়ই  মার কথা মনে পড়ে।

মা আমায় বলেছিল,যে মা নাকি দূরে চলে গেলেও সবসময় আমার সাথে থাকবে। তাই আমি মাকে চিঠিটা লিখলাম। মা যদি চিঠিটা পড়ে, তাহলে আমাকে এর উত্তর নিশ্চয় দেবে।


 


Nipendra Biswas
Champa Sen Pinky
রিদা
Akash
তারা এই গল্পটি পছন্দ করেছেন ।

৩টি মন্তব্য

Nipendra Biswas

Nipendra Biswas

৩ বছর আগে

❤️❤️❤️

Champa Sen Pinky

Champa Sen Pinky

৩ বছর আগে

মায়ের জন্য কাঁদা মন,সত্যিই মাকে ছুঁয়ে যাবে।

রিদা

রিদা

৩ বছর আগে

অসাধারন


মন্তব্য লেখার জন্য আপনাকে অবশ্যই লগ ইন করতে হবে


আপনার জন্য

অদ্ভুতুড়ে

অদ্ভুতুড়ে

কদিন আগে আমি পিসির বাড়ি ...

আমি চঞ্চলা

আমি চঞ্চলা

      গল্প পড়ার শখ আমার ...

তুমি অনন্যা  (পর্ব ৬)

তুমি অনন্যা (পর্ব ৬)

রনির মন চাচ্ছে আবার দেখা...

~পিল্টু

~পিল্টু

রেলস্টেশনটার পিছনের দিকে...

ছোটগল্প

ছোটগল্প

আমি গল্প লিখি। তবে লেখক ...

নীল দ্বীপ (পর্ব ৬)

নীল দ্বীপ (পর্ব ৬)

পরদিন সকালে শুভ্র আর মৃন...

মিষ্টি ভালোবাসা

মিষ্টি ভালোবাসা

বউটা আজকে আমার উপর অনেক ...

সুবিমলবাবুর স্মরণীয় বাস জার্নি

সুবিমলবাবুর স্মরণীয় বাস জার্নি

১.সুবিমলবাবু অনেকদিন পর ...

জুতা চোর

জুতা চোর

এই বিশুটা জুতা চুরি করে ...

তুমি অনন্যা  (পর্ব ৫)

তুমি অনন্যা (পর্ব ৫)

রনি বললো," একটা কবিতা বল...

ভয়ের রাত

ভয়ের রাত

ভয়ের রাত চিন্টুর শরীরটা ...

আমি (পর্ব৭)

আমি (পর্ব৭)

খোলা আকাশের নিচে এসব কথা...

দৃষ্টিগোচর

দৃষ্টিগোচর

জীবনে অসফল এক ব্যাক্তি আ...

কে ছিল???

কে ছিল???

আমি আগে ৯ -১০ টার মধ্যেই...

রিক্সাচালক

রিক্সাচালক

প্রখর রোদে দাড়িয়ে আছে আয়...

নীল দ্বীপ

নীল দ্বীপ

           লেখক :ইসরাত ই...

নিদ্রাহীন

নিদ্রাহীন

রাতে যখন সবাই ঘুমিয়ে পড়ে...

তুমি অনন্যা (পর্ব ৩)

তুমি অনন্যা (পর্ব ৩)

পর্ব ৩:একটু এগুনোর পর শা...

দেখা হয় নাই চক্ষু মেলিয়া

দেখা হয় নাই চক্ষু মেলিয়া

❝বহু দিন ধরে, বহু ক্রোশ ...

কে তুমি  (শেষ পর্ব )

কে তুমি (শেষ পর্ব )

                   কে তু...