"রহস্যময়ী সেই ফোন কল"



রাত ১০ টা বেজে ৩০ মিনিট (জারা জেগে জেগে ঘুমাচ্ছে।




সে তার কল্পনার জগতে স্বইচ্ছায় কিডন্যাপ হয়ে গেছে)

কিসের শব্দ?

ও ফোন বাজছে!(না না কল্পনায় নয় বাস্তবে)

আবার একই নাম্বার!কালই বাড়িতে জানাতে হবে।রোজ রোজ কল আসে কিন্তু ওপাশ থেকে টিকটিক আওয়াজ ছাড়া কিছুই শোনা যায় না।কি যে বিরক্তিকর! 

পরের দিন,



 জারা স্কুলে চলে গেল ।তার মুড এমনিই অফ ছিল তারা(জারার বেস্টি)না আসায় তার মুড আরও খারাপ হয়ে গেলো।

 বাড়িতে ফিরে এসে জারা একটা লম্বা ঘুম দিল।(এবার সে জেগে জেগে নয় ঘুমিয়ে ঘুমিয়েই ঘুমাচ্ছে) 

ওফ কীসের শব্দ?(না না ফোন নয় এবার জারার ঘুম ভাঙ্গল মায়ের গলার আওয়াজে মা তাকে অতি আদরের সাথে মধুমাখা গলায় বকছে)


 কি রে?তোর নাওয়া খাওয়া নাই?সেই কখন এসেছিস,পরে পরে ঘুমাচ্ছিস।

 (আসলে জারার অবস্থা এরকম যে সে ঘুমাতে ঘুমাতে ক্লান্ত হয়ে আবারও ঘুমিয়ে পরে)।(অবশেষে মায়ের মধুমিশ্রিত গলায় বকুনি খেয়ে জারা বিরক্ত হয়ে উঠে বসেছে)


 ইসস....এতো অত্যাচার!!দু দন্ড ঘুমাতেও পারবো না!!!

ফোন বাজছে(এবার তারা কল করেছে) 

তারা:হ্যালো 

জারা:তুই আজ আসলিনা কেন?

 তারা:আরে শুনবিতো.... 

জারা:না শুনবো না।কোনো কথা না কাল তারাতারি চলে আসবি , বাই। 

পরের দিন.......... 

তারাঃ কী হয়েছে জারা এতো টেনস কেন? শরীর খারাপ??? মন খারাপ??



 জারাঃ আসলে তারা একটা সমস্যায় পড়েছি।রোজ একটা নাম্বার থেকে কল আসে,কিন্তু ওপাশ থেকে টিকটিক আওয়াজ ছাড়া আর কিছুই শোনা যায় না।


 তারাঃ ওমা!!!ভূতের কল নাকি???


 জারাঃ তারা!!!!মজা নিচ্ছিস!!! a

 

তারাঃ ওকে সরি!! আচ্ছা আমি তোর বাসায় আসছি, তারপর রহস্য বের করা যাবে।। 

 রাত ১০ টা.... আবারও কল আসলো।

 জারাঃ হ্যালো.... টিক টিক টিক.......... ওফফফ...কী বিরক্তিকর... 


তারাঃ জারা নাম্বার টা আমকে দে। এটাতো একটা ল্যান্ডলাইন নাম্বার!!! এটাতো সারার বাড়ির ল্যান্ডলাইন নাম্বার!! কিন্তু!!!!! 


জারাঃ কিন্তু কী???


 তারাঃ সারাদের বাড়িতে কেউ নেই। ওরা তো গত মাসে রংপুর এ শিফট করেছে

 জারাঃ আমি তো ভুলেই গিয়েছিলাম।।তাহলে কল কে করে????? 

তারাঃ শোন কাল আমরা ওর বাড়িতে যাবো।এক্সট্রা চাবি আছে আমার কাছে। 


পরের দিন সারার বাড়িতে......


 ইসসস কী অন্ধকার!!! জারা লাইট টা দে।। ল্যান্ডলাইনের কাছে যেতেই দুজনেই হো হো হো করে হেসে উঠল 


অবশেষে মিসট্রি সলভ 


সারা, তারা, জারা খুব ভালো বন্ধু। গত মাসে সারা রংপুর এ চলে যায়। কিন্তু যাওয়ার আগে ল্যান্ডলাইন সংযোগ বিচ্ছিন্ন করতে ভূলে যায়। ঘটনাবশত redial এ জারার নাম্বার দেওয়া ছিল।এবং ল্যান্ডলাইন এর পাশে ছিল টিকটিকির কিউট একটা পরিবার।টিকটিকি র বাচ্চাগুলো ল্যান্ডলাইনের উপর খেলা করতো। আর যখন redial এ চাপ পড়তো তখন জারার কাছে কল যেত।।।তাই সে টিক টিক শব্দ ছাড়া আর কিছু শুনতে পারতো না।।। 
 


অর্পন
রিদা
বিজয় ঘোষ
Nipendra Biswas
Akash
তারা এই গল্পটি পছন্দ করেছেন ।

৪টি মন্তব্য

রিদা

রিদা

৩ বছর আগে

হা হা হা....

Bristy

Bristy

৩ বছর আগে

🙃🙂

Nipendra Biswas

Nipendra Biswas

৩ বছর আগে

😂😂😂

Bristy

Bristy

৩ বছর আগে

😁😁


মন্তব্য লেখার জন্য আপনাকে অবশ্যই লগ ইন করতে হবে


আপনার জন্য

কুলফিওয়ালা

কুলফিওয়ালা

কুলফি খেতে ভীষণ ভালোবাসে...

"রহস্যময়ী সেই ফোন কল"

"রহস্যময়ী সেই ফোন কল"

রাত ১০ টা বেজে ৩০ মিনিট ...

খাঁটি পাগল

খাঁটি পাগল

বিধূবাবুর কাছে এক পাগল এ...

আসক্ত

আসক্ত

১. আমি ভিডিওগেম আসক্ত। এ...

রোহান বিল্লা

রোহান বিল্লা

     রোহান বিল্লা   লেখি...

আমরা তো সবাই মানুষ!!!!

আমরা তো সবাই মানুষ!!!!

তখন আমি ক্লাস 5 এ পড়ি, স...

অ্যাক্সিডেন্ট

অ্যাক্সিডেন্ট

অ্যাক্সিডেন্ট আজ আমি ভীষ...

টিভিকথন

টিভিকথন

আমাদের ছাদে একটি স্টোররু...

দার্শনিক ফল্টুদা

দার্শনিক ফল্টুদা

দার্শনিক ফল্টুদা —ফল্টুদ...

অমাবস্যার রাত

অমাবস্যার রাত

গল্পটা খুব আগের না এইতো ...

মাথা ব্যাথা

মাথা ব্যাথা

কপালের ডানপাশটা ব্যাথা ক...

নিদ্রাহীন

নিদ্রাহীন

রাতে যখন সবাই ঘুমিয়ে পড়ে...

পরীক্ষার পূর্বদিন

পরীক্ষার পূর্বদিন

সারাবছর ভালো করে পড়েনি প...

নীল দ্বীপ (পর্ব ৬)

নীল দ্বীপ (পর্ব ৬)

পরদিন সকালে শুভ্র আর মৃন...

তুমি অন্যনা (শেষ পর্ব)

তুমি অন্যনা (শেষ পর্ব)

রনি সেখানে যেয়ে ইসরাতকে ...

তুমি অনন্যা (পর্ব ৪)

তুমি অনন্যা (পর্ব ৪)

ইসরাত কাছে এসে বললো,"আচ্...

তুমি অনন্যা (পর্ব ৩)

তুমি অনন্যা (পর্ব ৩)

পর্ব ৩:একটু এগুনোর পর শা...

সেদিন

সেদিন

 আজ সকাল থেকেই আকাশটা কে...

অদ্ভুত-উদ্ভট

অদ্ভুত-উদ্ভট

এ কোথায় এলাম আমি?হঠাৎ দে...

সপ্ন যখন হ য ব র ল

সপ্ন যখন হ য ব র ল

আমি এখন বিয়ে বাড়িতে বাল্...